চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ৭ অক্টাবর দুপুরে হাজীগঞ্জ উপজেলার টঙ্গীরপাড়া এলাকায় অটোরিকশা চাপায় শিশু তানজিনা (৫) ও সকালে চাঁদপুর শহরের মিশন রোডে সিএনজি চালিত অটো রিকশা ও পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুর মা নাছিমা বেগম আহত হয়েছেন।
নিহত নামজমুল বরিশাল জেলার বেতাগী বরগুনা থানার বেতাগী খান বাড়ির মো.আব্দুল কাদেরের ছেলে। অন্যদিকে শিশু তানজিনা হাজীগঞ্জ উপজেলার টঙ্গীরপাড় প্রধানিয়া বাড়ির কবির হোসেনের বড় মেয়ে।
মৃত শিশু নাজমুলের দাদা চাঁন মিয়া বলেন,‘বরিশাল থেকে লঞ্চযোগে সোমবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামেন। লঞ্চঘাট থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় উঠলে মিশন রোডের মাথায় এসে পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমুল গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।’
অপরদিকে শিশু তানজিনার চাচা আবদুল কাদের বলেন,‘রাস্তা পার হতে গিয়ে দুপুরে লাওকোরা মুক্তিযোদ্ধা সড়কের টঙ্গীরপাড় প্রধানীয়া বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর অটো চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ ও চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আইনী প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মনিরুজ্জামান বাবলু ৭ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur