‘নিতে কোন লজ্জা পাবেন না/দিতে কোন গর্ব বোধ করবেন না/মানব সেবা করে অনুভব করুন নির্মল আনন্দ’ এমন স্লোগান সামনে রেখে মানব সেবায় এক শুভ উদ্যোগ নিয়েছে ঢাকাইয়া ঐক্য। এ কাজে সহযোগী হিসেবে আছে লালবাগ স্পোর্টিং ক্লাব।
লালবাগ চৌরাস্তার পাশে ২ নং ঢাকেশ্বরী রোডে লালবাগ স্পোর্টিং ক্লাবে স্থাপন করা হয়েছে পুরনো জিনিস আদান প্রদানের একটি কর্নার।
এখানে যে কেউ চাইলে তার কোনো অপ্রয়োজনীয় জিনিষ যেমন- পুরাতন পোষাক, খেলনা, বই-খাতা, কলম-পেন্সিল, যন্ত্রপাতি ইত্যাদি দিয়ে যেতে পারবেন। আবার এখান থেকে যে কেউ তার প্রয়োজন অনুসারে যে কোনো জিনিস নিয়ে যেতে পারবেন। এর জন্য কোনো টাকা দিতে হবে না।
উদ্যেক্তরা জানিয়েছেন, জনকল্যাণে মানুষের ভালবাসার নিঃস্বার্থ লেনদেনর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা কক্ষ
০৬ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur