চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে কেক কেটে ক্লাশ পার্টির শুভ সূচনা করা হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক মোঃ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য তমাল কুমার ঘোষ।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ফেরদৌস, শাহিন সুলতানা, ওয়াহিদুর রহমান লাবু, দশম শ্রেনীর শিক্ষার্থী পাপন ত্রিপুরা, রাজন মিয়া, তাসনুর আক্তার, কৌশিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, অভিভাকক সদস্য জাকির হোসেন খান শিপন,
শিক্ষক দুলাল রায়, দিলীপ দেবনাথ, শিক্ষিকা শিক্তা সাহা, নাজনীন নবী, তাপসী চক্রবর্তী প্রমুখ।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ৩ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur