চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার ৩ অক্টোবর বেলা ১১ টায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুরঞ্জিত করের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সাজেদা বেগম পলিন ।
মৈসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী, ক্ষুদে ডাক্তার আবু সাইদের পরিচালনায় এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরির্দশক মনির হোসেন তালুকদার বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন ফাতেমা আক্তার, সেলিনা আক্তার,লক্ষণ চন্দ্র দাস, ৫ম শ্রেণির শিক্ষার্থী ,ক্ষুদে ডাক্তার সিদরাতুল মুনতাহা, মায়মুনা আক্তার তানিশাসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত উপজেলার সকল প্রাথমিক, কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছরের শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
প্রতিবদেক :আনোয়ারুল হক,৩ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur