Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে একই পরিবারে ৪ প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত

হাজীগঞ্জে একই পরিবারে ৪ প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত

বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫ :  ১১:৫৭

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ (চাঁদপুর):

চাঁদপুর জেলার হাজীগঞ্জে একই পরিবারে ৪ প্রতিবন্ধী বছরের পর বছর ধরে ভাতা থেকে বঞ্চিত।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দোয়াগো-া গ্রামের মিয়াজী বাড়ির মৃত আফাজ উদ্দিন মিয়ার স্ত্রী রজব বানু (৭০), ছেলে মো. নুরু (৩৫), জামাতা মো. মজিবুল হক (৫০) ও নাতী শিশু সিয়াম (৫) এরা চারজনই প্রতিবন্ধী।

অসহায় পরিবারটির ৪ শারীরিক প্রতিবন্ধীর মধ্যে তিনজনেরই দু’পা বিকলাঙ্গ হওয়ায় লাঠি ভর দিয়ে কিছুটা চলাফেরা করতে পারে। সামর্থ্য না থাকায় অর্থের অভাবে ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারছে না।

প্রতিবন্ধী পরিবারটি খুব আক্ষেপ করে চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমরা সমাজের বোঝা হয়ে গেছি যে কারণে সমাজ-সরকার আমাদের দূরাবস্থায় এগিয়ে আসেনি। আমরা চিকিৎসাসেবা দূরে থাক ঠিকমত একমুঠো ভাত পেতে কষ্ট হচ্ছে। তাই জীবন বাঁচানোর তাগিদে অন্তত ভাতাটুকু পেলে খুব সহায়ক হত।’

সরকারের তরফ থেকে কোনো ভাতা কিংবা হুইল চেয়ারসহ প্রযোজনীয় সার্জিক্যাল সরঞ্জাম পায়নি এ পরিবারটি।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. এমরান হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমি বহুবার চেষ্টা করে প্রতিবন্ধী ভাতার নামের তালিকায় তাদের নাম উত্তোলনের জন্য ব্যর্থ হয়েছি। পূর্বে ৪৭জনের তালিকা দিয়েছি মাত্র ৭ জনের নাম উত্তোলন করতে পেরেছি, বাকি ৪০ জন বাদ পড়েছে।’

তিনি চাঁদপুর টাইমসকে আরো জানান, ‘আমার এ ওয়ার্ডে প্রতিবন্ধী ও মুক-বধিরের সংখ্যা অধিক হওয়ায় চাহিদামতো কিছুই করতে পারিনি। গ্রামের মানুষের অসচেতনার কারণেও কিছু বাদ পড়েছে। আগামী দিনে এ পরিবারের সদস্যরা যেন ভাতা পায় সে বিষয়ে আমার নজর থাকবে।’

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।