রিয়াদে ঔষধ,চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্যপণ্যের মেলায় বাংলাদেশ শুরু হয় । সোমবার ৩০ সেপ্টেম্বর রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে Riyadh international conventions and exhibitions center মেলার উদ্বোধন করেন সৌদি খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড.হিসাম আল-জাদে Dr.Hisham Al-Jadhey।
মেলায় ২২ টি দেশের ৮০ টি প্রতিষ্ঠান ও স্থানীয় ১শ’ ২০ টি প্রতিষ্ঠানসহ ২শ’টির বেশি প্রতিষ্ঠান ৩ হাজার ৫শ’ ব্রান্ডের ঔষধ, চিকিৎসা সরঞ্জামাদি ও খাদ্য পণ্য নিয়ে অংশগ্রহণ করে । কর্তৃপক্ষ প্রত্যাশা করছেন ২০ হাজারের বেশি দর্শনার্থী গবেষক,চিকিৎসক, ব্যবসায়ি ও বিনিয়োগকারিী এ মেলা ও সম্মেলনে অংশগ্রহণ করবেন ।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ উদ্বোধনী দিনে মেলা পরিদর্শন করেন।
তিনি বলেন,‘সৌদি আরবে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পণ্যের চাহিদা রয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেলায় অংশগ্রহনণর মাধ্যমে সৌদি আরবের বাজারে বাংলাদেশের ঔষধ ও খাদ্য পন্যের পরিচিতি বৃদ্ধি পাবে। আগামি দিনে দেশের ঔষধ ও খাদ্যপণ্য রফতানি বৃদ্ধির মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে। গোলাম মসীহ বলেন সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকের ও বিপুল চাহিদা রয়েছে,যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি সৌদি আরবে রফতানি বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরণের সাহায্য সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।
মেলায় প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনারের ও আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামি ২ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় বাংলাদেশের খ্যাতনামা ঔষধ কোম্পানি এরিস্টোফার্মা লিমিটেড ARISTOPHARMA LTD ও রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস RADIANT Neutraceuticals ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাসুদ ফিশ প্রসেসিং এন্ড আইস কমপ্লেক্স লিমিটেড MASUD FISH PROCESSING & ICE COMPLEX LTD.ও প্যাসিফিক সি ফুডস লিমিটেড Pacific Sea Foods Ltd.মেলায় অংশগ্রহণ করে।
দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, ইকোনমিক মিনিস্টার মো.আবুল হাসান ও প্রথম সচিব (প্রেস) মো.ফখরুল ইসলাম মেলা পরিদর্শন করেন।
মেলায় অংশগ্রহণকারী এরিস্টোফার্মার আর্ন্তজাতিক ব্যবসা বিভাগের জেষ্ঠ ব্যবস্হাপক মোহাম্মদ পারভেজ রানা বলেন,‘এরিস্টোফার্মা বাংলাদেশে একটি অন্যতম শীর্ষ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান । বিশ্বের ৩২ টি দেশে তাদের ঔষধ রপ্তানি হয়ে আসছে । সৌদি আরবে কিভাবে ঔষধ রপ্তানি করা যায় সে উদ্দেশ্য নিয়ে এ মেলায় তাদের অংশগ্রহন । এরই মধ্যে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন । শীঘ্রই সৌদির বাজারে এরিস্টোফার্মার ঔষধ রপ্তানিতে আশাবাদী।’
রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস এর আর্ন্তজাতিক ব্যবসা বিভাগের ব্যবস্হাপক মোহাম্মদ মইনুল হাকিম জানান,সৌদি আরব,কুয়েত সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দল তাদের প্যাভিলিয়নে আসছেন । রেডিয়েন্টের প্রোডাক্টে তারা আগ্রহ প্রকাশ করছেন । তিনি আশা প্রকাশ করেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে খুব শীঘ্রই তাদের আর্ন্তজাতিক মানের ঔষধ রপ্তানি করতে পারবেন ।
প্যাসিফিক সি ফুডস এর ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দোদুল কুমার দত্ত বলেন,‘বিশ্বের ২৫টি দেশে তাদের পণ্য রপ্তানি করে আসছেন । তার মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের পণ্যের বড় বাজার রয়েছে । প্রতিষ্ঠানের সকল পণ্য বাংলাদেশে উৎপাদিত। অথচ বার্মা, ইন্ডিয়াসহ কয়েকটি দেশ মেইড ইন বাংলাদেশ মোড়ক লাগিয়ে তাদের পণ্য বাজারজাত করে আসছে । এ গুরুত্বপূর্ন বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি ।
মাসুদ ফিশ প্রসেসিং এন্ড আইস কমপ্লেক্স লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ বলেন,‘ইউরোপ আমেরিকা অষ্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের বাজারে তাদের পণ্য অত্যন্ত সুনামের সাথে রপ্তানি করে আসছেন। তাদের উৎপাদিত বেকারি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে ।’
সাগর চৌধুরী, সৌদি প্রতিনিধি, ১ অক্টোবর ২০১৯
এজি