চাঁদপুরে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকারিয়া সোমবার ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন ।
তিনি ২৮তম বিসিএস ব্যাচে উত্তীর্ণ হয়ে মাগুরা জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন।
বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন। অত:পর তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকতার্ (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে চাঁদপুরে যোগদান করেছেন।
তাঁর বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পীরপুর গ্রামে । তিনি ১ ছেলে সন্তানের গর্বিত জনক। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন ‘দায়িত্বকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করছি।’
আনোয়ারুল হক, ৩০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur