Home / শিল্প-সাহিত্য / বন্ধুর বিবাগী  : ডেইজী আশরাফ
বন্ধুর বিবাগী  : ডেইজী আশরাফ

বন্ধুর বিবাগী  : ডেইজী আশরাফ

 

দুয়ারে বসে উদাস চোখে
হেলান দিয়ে মাথা
কোঁচড়ে ফুল ছড়ায়ে রয়েছে
ভুলেছি মালা গাঁথা।
দখিনা বাতাসে মাধবীর বাসে
উদাস হয় গো মন
যতই ভাবি বন্ধু নাই কাছে
মিথ্যে লাগেরে জীবন।
আসবে বলে সে গেছে চলে
বসে আছি আমি তাই
কখন সে এসে যাবে ভালো বেসে
দিন সঠিক জানা নাই
কাননের ফুল উড়ে এলো চুল
আঁচল পড়ে গো খসে
বনধুর লাগি হয়ে বিবাগী
দুয়ারে আছি গো বসে।
দেখলে চন্দ্রমুখ ভরবে যে বুক
আছি তার আশায়
মন লাগেনা দিন ও যায় না
বনধুর আসার আশায়।

 

বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫ :  ১০:৪৫

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।