চাঁদপুর শহর এবং উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে বড়স্টেশন মোলহেডে, রেস্টুরেন্ট ও বিভিন্ন পার্কে আড্ডসহ অপকর্ম করে যাচ্ছে।
স্কুল-কলেজের ক্লাশ চলাকালীন সময়ে এসব শিক্ষার্থীদের বেপরোয়া ভাবে চলাফেরা দিন দিন বেড়েই চলেছে। পার্ক ছাড়াও শহরের বড়স্টেশন মোলহেডে জোড়ায় জোড়ায় স্কুল শিক্ষার্থীরা দৃষ্টিকটু ভাবে বসে সময় কাটাচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন, স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি খোঁজ-খবর নেয়া জরুরি। তাদের সন্তানরা ঠিকমতো স্কুল-কলেজে যাচ্ছে কিনা বা সবগুলো ক্লাশে অংশ নিচ্ছে কিনা, তা প্রতিদিন খোঁজ নেয়া খুবই জরুরি। এখনই এসব পথ থেকে ফিরিয়ে না আনা গেলে তাদের আর পড়াশুনায় মনোযোগী করা যাবে না।
এদিকে বুধবার বেলা ১১ টায় চাঁদপুর কোর্ট স্টেশন ও বড়স্টেশন মোলহেডে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে এস আই লোকমান ও এ এস আই সেলিম স্কুল ও কলেজ ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের উপর অভিযান পরিচালনা করেন।
এ সময় বড়স্টেশন থেকে স্কুল ফাঁকি দিয়ে আসার কারনে ৩ স্কুল শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও চাঁদপুর মডেল থানার কিশোর গ্যাংঙ্গ এর উপর অভিযান অব্যাহত রয়েছে বলেন জানান ওসি।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৫ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur