- চাঁদপুর বড়স্টেশন মোলহেড মেঘনা নদীর মোহনায় কাঠবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নৌকায় থাকা কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার মাঝি মফিজ মিয়া নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ মফিজ মিয়া শরীয়তপুর জেলার বালাকান্দি গ্রামের বাসিন্দা এবং আলমগীর হোসেন একই জেলার সখীপুরের দ্বীন ইসলামের ছেলে।
নৌ-পুলিশের এইস আই গিয়াস উদ্দিন ও ফরহাদ হাবিব নিশান জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাঠবোঝাই নৌকা নিয়ে শরীয়তপুর থেকে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এসময় পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থল মোলহেডের ঘূর্ণিতে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়।
নৌকায় থাকা ব্যবসায়ী আলমগীর হোসেন ছেরগুড়ি ধরে সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার মাঝি মফিজ মিয়া পানির ঘূর্ণিবাকে তলিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে ।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৫ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur