চাঁদপুরের কচুয়ায় উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা সোমবার (২৩ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে । কচুয়া উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে বর্ণাঢ্য এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা পরিষদের সামনে র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) বৈশাখী বড়ূয়ার সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা বন কর্মকর্তা মো.আমিরুল হাছান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.রাকিবুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আহসান হাবিব।পরে মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক ও কৃষাণীদের মাঝে ৫ শতাধিক ফলদ চারা বিনা মূল্যে বিতরণ করেন এবং মেলার স্টল ঘুরে দেখেন। মেলাটি আগামি বুধবার এর সমাপ্ত হবে।
জিসান আহমেদ নান্নু ,২৩ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur