চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে বাবুরহাট একাদশ ক্লাব থেকে আটক ৯ জুয়ারির মধ্যে ৭ জুয়ারিকে ৩ দিন করে কারাদণ্ড এবং দুই জুয়ারিকে অসুস্থ্য থাকার কারণে পারিবারিক আবেদন করায় জরিমানা করে জামিন দিয়েছে চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরে আলম এই রায় দেন।
জামিন প্রাপ্তরা হলেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুকমার কর রামু (৫৫) ও শিলন্দিয়া এলাকার ইমদাদুল হক পাটওয়ারী (৫৫)।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস (৫০), সদরের আশিকাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান মাল (৫৪), দক্ষিণ দাসদী গ্রামের ছিদ্দিক মিজি (৫০), শিলন্দিয়া এলাকার সেলিম মিজি (৬০), দক্ষিন দাসদী গ্রামের ইসমাইল শেখ (৫০), দাসদী গ্রামের দুলাল ধর (৫৬) ও হোসেনপুর গ্রামের বশিল সৈয়াল (৬৫)।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে বাবুরহাট একাদশ ক্লাব থেকে জুয়াখেলা অবস্থায় আটক করেন। দুপুরে তাদেরকে পুলিশ আদালতে প্রেরণ করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৩ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur