চাঁদপুরের কচুয়ায় মাঠে ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যালয়ের ছাঁদে আটকে পড়া বল নামাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম মো. মাকসুদুর রহমান (১৪)। সে মনপুরা গ্রামের মাওলানা মো. রহুল আমিনের ছেলে।
নিহতের বাবা মাওলানা মো. রুহুল আমিন বলেন, আমার ছেলে পাশ্ববর্তী শাহরাস্থি উপজেলায় একটি কওমী মাদ্রাসায় অধ্যয়নরত ছিলো। মাদ্রাসা ছুটি হওয়ায় শুক্রবার সকালে গ্রামের বাড়ীতে ক্রিকেট খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। তার মৃত্যুতে কারো প্রতি কোন অভিযোগ নেই।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে সাড়ে ৭ টার দিকে এলাকার ছেলেদের সাথে নূরুল আজাদ কলেজ মাঠে ওই ছাত্র ক্রিকেট খেলতে আসে। খেলার এক পর্যায়ে বল ছাদের উপর পড়ে গেলে সে মনপুরা-বাড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদে উঠে বল নামাতে গিয়ে অসাবধান বসত বৈদ্যুতিক তারে ছড়িয়ে তাৎক্ষনিক মৃত্যু হয়।
খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মী, থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন ছুটে আসে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ২০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur