কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী এবং অতিথি সাংবাদিকদের এক প্রীতি সম্মিলন আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা বাজারস্থ ব্যাংক এশিয়া কার্যালয়ে এ প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। ক্বোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে পরিচিতি পর্ব পরে হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক মাছরাঙা টেলিভিশন ও রাইজিং বিডি ডট কমের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।
আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি এম কে জসিম উদ্দিন।
দৈনিক বাংগরা বাজার ডট কম এর প্রতিনিধি এস কে আশিকের সঞ্চালনায় বক্তব্য রাখেনা শিক্ষক শাহনুর আলম খান, মুরাদনগর ডট কমের সম্পাদক এইচ এম হাবিবুল্লাহ, সাংবাদিক জহিরুল ইসলাম, মনির হোসেন মনির, এম এ হান্নান, দিপু আহমেদ, রবিউল হক-হিমু, মোঃ সারওয়ার, ফয়সাল আহমেদ, ইমন মিয়া গাফফার আহমেদ, ইয়াছিন আহমেদ জয় প্রমুখ।
এছাড়াও অন্যান্য সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী এসময় উপস্তিত ছিলেন। বক্তরা বাংগরা থানা প্রেস ক্লাব গঠনের লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান।
পরে দিকনির্দেনা মূলক বক্তব্য প্রদান করে এবং সাহসিকতার সহিত সমাজের সকল অসংগতি এবং ভালো কাজ গুলো তুলে ধরার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি। লিখার মধ্যে দিয়ে সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, অনুষ্ঠানে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব জসীমউদ্দিন এর নেতৃত্বে একদল অতিথি সাংবাদিক এতে অংশ নিয়ে প্রীতি সম্মিলন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।
করেসপন্ডেন্ট, কুমিল্লা। ২০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur