চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন সন্তানের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১ নং ওয়াডের উত্তর ইচলি গাজী বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গাজী বাড়ির মৃতঃ সেকান্তর গাজীর ছেলে মুছা গাজী (৭৫) মন্নান মিজি বাড়ি সংলগ্ন উত্তর ইচলি বায়তুল আমিন জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে নিজ গৃহে এসে ঘুমিয়ে পরে।
সকাল সোয়া ৮টায় মুছা গাজীর ২য় ছেলে মোহাম্মদ হোসেন গাজী (২৫) ঘুমন্ত অবস্থায় সে তার পিতাকে ধারালো দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মুছা গাজীর চিৎকারে বাড়ির লোকজন দ্রুত ছুটে আসলে মোহাম্মদ হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়।
রক্তাক্ত মুছা গাজীকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুছা গাজীকে ঢাকায় রেপার করে। ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
মুছা গাজীর বড় ছেলে আলম গাজী বলেন,‘তার পিতা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। তিনি উত্তর ইচলি বায়তুল আমিন জামে মসজিদের কোষাধক্ষ ছিলেন।”
তিনি আরো বলেন, ‘মোহাম্মদ গাজী দীঘ্যদিন ধরে মাদকে আসক্ত। সে এক সময় সিএনজি স্কুটার চালাতো। নেশার কারণে এ পর্যন্ত ৪টি সিএনজি স্কুটার পুরিয়ে দিয়েছে। ঘটনার সকালে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। আমরা ইতি পূর্বে তাকে বেশ কয়েক বার মানসিক চিকিৎসা করিয়েছি।’
চাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ইবরাহিম খলিল বলেন, ‘পিতার হত্যাকারি ঘাতক পুত্র মোহাম্মদ হোসেন চাঁদপুর মডেল থানায় এসে আত্মসমর্পন করেছে।’
এ ব্যাপারে নিহতের বড় ছেলে আলম গাজী চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।পুলিশ উত্তর ইচুলি গাজী বাড়ি থেকে নিহত মুছা গাজীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur