বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টম্বর) বিকেলে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মানিকুর রহমান মানিকের এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, খোকা প্রধানিয়া, ক্রিড়া সম্পাদক আব্দল্লাহ আল ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এদেশের ৩বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জাতীয়তাবাদি দল বিএনির চেয়ারপার্সন। ভোটবিহীন এই অনির্বাচিত সরকার আমাদের গণমানুষের নেত্রীকে মিথ্যা মামলায় কারাববন্দি করে রেখেছে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর পথযাত্রি। আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাই।’
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামীতে যে কর্মসূচীর ঘোষণা আসবে পূর্বের ন্যায় যুবদলের নেতা-কর্মীরা সকল কর্মসূচীতে অংশগ্রহন করবে।
প্রতিবেদক :আশিক বিন রহিম, ২০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur