চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নে কাপাইকাপ গ্রামের কৃতী সন্তান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল এর পিতা প্রাক্তন শিক্ষক মুজহারুল হক শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্য জনিত রোগে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
পাবিরবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঢাকা আজিমপুর এলাকায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় নামাজে জানাজা শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
নামাজে জানাজায় মরহুমের আত্মীয় স্বজন ও সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ২০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur