জেগে ওঠো মাটির টানে এই শ্লোগান নিয়ে শুরু হতে যাওয়া প্রান ফ্রুটিক্স ১১তম ইলিশ উৎসবের সার্বিক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কদমতলাস্থ চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
সভায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চতুরঙ্গ ইলিশ উৎসবের সফল আহবায়ক কাজী শাহাদাত, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব মো: ইয়াহিয়া কিরন, নতুন কুড়ি সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার, জেলা মৎসজীবি সমিতির সাধারন সম্পাদক শাহআলম মল্লিক, সাংবাদিক কেএম মাসুদ, পুলিশ নারী কল্যান (পুনাক) সংগঠনের প্রশিক্ষক শিপ্রা দাস, ইলিশ উৎসবের বির্তক প্রতিযোগিতার আয়োজক রাজন চন্দ্র দে, রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক বাপ্পি চৌধুরী প্রমূখ।
এছাড়াও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির, কন্ঠ শিল্পী ইতু চক্রবর্তী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় সভাটি আগামী (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মুলতবি ঘোষনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি, ২০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur