হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক সংলগ্ন করিমের বাগান এলাকাস্থ চৌধুরী বাড়ির সামনে থেকে ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে র্যাবের অভিযানে ৮ হাজার পিচ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
ঘটনাটি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার (সিপিসি) কুমিল্লা র্যাব-১১ এএসপি প্রণব কুমার। আটককৃত নারী ফরিদগঞ্জের দুলালের স্ত্রী রাশেদা বেগম (৪০)।
কুমিল্লা র্যাব এর কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার আরো জানান, ওই নারীর কাছ থেকে চারটি প্যাকেটে ২০০০ পিচ করে মোট ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত নারী কালো বোরকা পড়া অবস্থায় ছিল।
এছাড়াও সাথে থাকা আরো দুই নারী র্যাব উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই দুই নারীকে আটক করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৯ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur