Home / সারাদেশ / দেশে প্রতিবছর সিজারে সন্তান প্রসবে রোগীদের ব্যয় ১২ শ’কোটি টাকা
doctor

দেশে প্রতিবছর সিজারে সন্তান প্রসবে রোগীদের ব্যয় ১২ শ’কোটি টাকা

দেশে প্রতিবছর সিজারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য রোগীদের ব্যয় করতে হয় প্রায় ১২শ’কোটি টাকা। এ ধরনের সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ ডেলিভারি মা এবং শিশু দু’জনকেই ঝুঁকির মধ্যে ঠেলে দেয়।

সম্প্রতি এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়। এ থেকে উত্তরণে ব্যাথামুক্ত ও নরমাল ডেলিভারি সেবা দিচ্ছে রাজধানীর তেজগাঁওস্থ ইমপাল্স হাসপাতাল।

বুধবার এক সংবাদ সম্মেলনে ইমপাল্স হাসপাতাল কর্তৃপক্ষ ওই গবেষণার উদ্ধৃতি দিয়ে জানায়, বাংলাদেশে বেসরকারি হাসপাতালগুলোতে সন্তান প্রসবের ৮০ শতাংশেরও বেশি সিজারের মাধ্যমে হয়ে থাকে, যা ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল।

এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আইনুল কবীর এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তপন কুমার বিশ্বাস।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট ডা.মো.তৌফিক ইসলাম এবং আয়ারল্যান্ড ওয়াটারফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট জিন্নুরাইন জয়গিদার এবং পোর্টিয়নকুলা ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র কনস্যালটেন্ট ডা.কাজী নাফিজা হামিদ এ সংবাদ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন।

বার্তা কক্ষ,১৩ সেপ্টেম্বর ২০১৯