ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। খবর আল-জাজিজার।
আজ মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মঙ্গলবার আশুরা দিবস পালন করার সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে অন্তত পক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। তার আশঙ্কা, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
বার্তা কক্ষ, ১০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur