চাঁদপুরের মতলব পৌরসভার উত্তর দিঘলদী মৃধা বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ-খবর নিতে যান পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। গতকাল ৯ সেপ্টেম্বর বেলা এগোরটায় অগ্নিকান্ডস্থর পরিদর্শনে যান তিনি।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারদের সান্তনা দেন এবং ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মতলব পৌর আ.লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মামুন অর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোহরা বেগম, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যানরা।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বিকালে উত্তর দিঘলদী মৃৃধা বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর ও ৩টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।
মাহফুজ মল্লিক, ১০ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur