চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ধর্মীয় উৎসব পালনের ফাঁকে পুকুরের পানিতে ডুবে অন্তিকা সরকার(৬) ও অহনা সরকার(৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হোসেনপুর গ্রামের নমপাড়ার কালি ও লোকনাথ আশ্রম সংলগ্ন যুবরাজ সরকার বাড়ীতে এই ঘটনা ঘটে।
নিহত অন্তিকা সরকার ওই বাড়ীর শ্রী কৃষ্ণ সরকারের ছোট মেয়ে এবং অহনা সরকার শ্রী সঞ্জয় সরকারের বড় মেয়ে। দুই শিশু কালি মন্দিরের শিশু শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে রাধা কৃষ্ণের রাধা অষ্টমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ওই দুই শিশু খাবার খেয়ে পানিতে প্লেট ধোয়ার জন্য ঘরের পাশ্ববর্তী পুকুর ঘাটে গেলে পা পিছলে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাদের দেহ পুকুরে ভেসে উঠলে প্রসাদ নিতে আসা প্রতিবেশীর দেখে উদ্ধার করে।
তাৎক্ষনিক তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক উভয় শিশুকে মৃত বলে ঘোষণা করেন।শিশুদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur