চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১৬২ নং নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
গত ৬ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। চোরের দল বিদ্যালয়ের সাউন্ড সিস্টেম, পেনড্রাইভ, নগদ টাকা, নির্দেশিকা কাঠিসহ বিভিন্ন প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ হাফছা বেগম।
এ বিষয়র বিদ্যালয পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন খান জানান, বিদ্যালয়টি দীর্ঘ প্রায় ৪ থেকে ৫বছর জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়ের দরজা, জানালাসহ আবসাপত্র ভেঙ্গে পড়ে আছে। সেই সুযোগেই চোরের দল বিদ্যালয়ের জানালা ভেঙ্গে অফিসকক্ষে প্রেবেশ করে চুরি করেছ।
এবিষয়ে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, ৭ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur