Home / চাঁদপুর / চাঁদপুরে ১১তম ইলিশ উৎসবে থাকছে বর্ণাঢ্য কর্মসূচি
hilsa-festival

চাঁদপুরে ১১তম ইলিশ উৎসবে থাকছে বর্ণাঢ্য কর্মসূচি

প্রতিবছরের ন্যয় এবারো ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ১১তম ইলিশ উৎসব। এবারের ইলিশ উৎসবেও রাখা হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি।

এরমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্যে রয়েছে ইলিশ বিষয়ক প্রীতি বিতর্ক, বিষয়গুলো হলো-
ক) আইনের প্রয়োগ নয় ব্যাপক জনসচেতনতাই মা ইলিশ রক্ষা করতে পারে
খ) গৃহিণীরাই জাটকা ইলিশ রক্ষার কার্যকর ভূমিকা পালন করতে পারেন ।
গ) ইলিশ উৎসব একটি আন্দোলন, কেবল উৎসব নয় ।
ঘ) চাদপুর জেলা ব্র্যান্ডিংয়ে ইলিশ উত্সব এর ভূমিকা সহায়ক নয় মুখ্য ।

ইলিশ বিষয়ক গোলটেবিল বৈঠক এর বিষয়সমূহ : (অতিথি পর্ব)
ক) ইলিশ সংরক্ষণের মৌসুমে সকল মাছ ধরার নৌকা প্রশাসনের হেফাজতে রাখা জরুরি
খ) ইলিশের ডিম সংরক্ষণ এবং বিক্রয় কে শাস্তিযোগ্য আইনের আওতায় আনা সময়ের দাবী ।

পদ্মা নদী : ৩য় থেকে ৭ম শ্রেণি
ক) ক্ষুদে গানবাজ ও ক্ষুদে নাচিয়ে প্রতিযোগিতা ২টি পর্বে
অডিশন রাউন্ড পরিচালনা হয়ে প্রতি বিষয়ে ৭ জন বিজয়ী

মেঘনা! নদী : ৮ম থেকে উন্মুক্ত
ক) সেরা গানবাজ ও সেরা নাচিয়ে প্রতিযোগিতা ২টি পর্বে
অডিশন রাউন্ড পরিচালনা হয়ে প্রতি বিষয়ে ৭ জন বিজয়ী

ডাকাতিয়া নদী : উন্মুক্ত
ক) মেহেদী রডে ‘গ্রাম্যবধূ’ সেরা ৭ জন বিজয়ী
খ) ইলিশ রান্না প্রদর্শন (৫টি রেসিপি) সেরা ৭ জন বিজয়ী
গ) ইলিশ ঘুড্ডি প্রতিযোগিতা (ছেলে ও মেয়ে) সেরা ৭ জন বিজয়ী
ঘ) ইলিশ নিয়ে নির্বাচিত সেরা ৭টি কবিতার দলগত পরিবেশনা
ড) ইলিশ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী সেরা ৭টি চিত্র বিজয়ীর পুরস্কার
চ) বউয়ের কপালে টিপ পড়ানো সেরা ৭জন বিজয়ী

শ্রেষ্ঠত্ব অর্জনের জনা ৭ জন গুণীকে চতুরঙ্গ পদক প্রদান, ৭ দিনের উৎসবে ভারত সহ বাংলাদেশের ১২টি সাংস্কৃতিক সংগঠনের দলগত পরিবেশনা।

প্রেস বিজ্ঞপ্তি, ৬ সেপ্টেম্বর ২০১৯