মতলব পৌরসভার পূর্ব কলাদী জামে মসজিদে তিন শিশুর মৃত্যু নিয়ে এখনো কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সকল আলামতের রাসায়নিক পরীক্ষার জন্য ১ সেপ্টেম্বর আদালতে আবেদন করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১ সেপ্টেম্বর রোববার দুপুরে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যুর আলামত পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থণা করেন। আদালতের অনুমতি পেলে দ্রুতই প্রধান রাসায়নিক পরীক্ষক সিআইডি চট্টগ্রাম বরাবর জব্দকৃত আলমত পরীক্ষা নিরিক্ষার জন্য পাঠানো হবে। এদিকে ৩ দিন অতিবাহিত হলেও ধারণা নির্ভর ছাড়া মৃত্যু রহস্যের সঠিক কোন তথ্য এখনো দিতে পারেনি পুলিশ।
পুলিশে পক্ষ থেকে বলা হচ্ছে সিআইডির ক্রাইম সিন অ্যানালাইসিস টিম এবং ফরেনসিক টিমের প্রতিবেদন ও ময়না তদন্তের রিপোর্ট পেলেই বলা যাবে মৃত্যু রহস্যের কারণ। তারা আরো বলেন পত্র পত্রিকায় এবং স্যোসাল মিডিয়ায় ধারণা নির্ভর বিভিন্ন তথ্য আসছে সেগুলো দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, আলামত পরীক্ষার জন্য আদালতের আনুমতি চাওয়া হয়েছে। পরীক্ষা নিরিক্ষার তথ্য পেলেই সব জানা যাবে। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে কারো প্রতি কোন সন্দেহ বা অভিযোগ নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে মতলব উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষে ইমামের ছেলে আব্দুল্লাহ আল নোমান(৮),ইব্রাহিম খলিল(১২) ও রিফাত হোসেন (১৫) নামে ৩ মাদ্রাসা ছাত্রে রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটানায় ঐদিন রাতেই মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, ১ সেপ্টেম্বর, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur