Home / চাঁদপুর / যত্রতত্র ময়লা : ভেস্তে যাচ্ছে ‘ক্লিন চাঁদপুর গ্রীন চাঁদপুর’
Clean-chandpur-green-chandpur

যত্রতত্র ময়লা : ভেস্তে যাচ্ছে ‘ক্লিন চাঁদপুর গ্রীন চাঁদপুর’

জনসচেতনতার অভাবে দিন দিনই ভেস্তে যাচ্ছে চাঁদপুর জেলা প্রশাসন ঘোষিত ক্লীন চাঁদপুর, গ্রীন চাঁদপুর। গত কয়েক বছর পূর্বে ইলিশের বাড়ি চাঁদপুরের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন ক্লীন চাঁদপুর গ্রীন চাঁদপুর ঘোষনা করলেও জন সচেতনতার অভাবে যেনো তা বাস্তবায়িত হচ্ছেনা।

শহরের বিভিন্নস্থানে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে বিভিন্ন বাসা বাড়ির ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আর্বজনা।

গত তিন , চার বছর পূর্বে চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা চাঁদপুরকে নতুন রুপে গড়তে একাধিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন।

ওই সময় তারা ব্যাপক প্রস্তুতিও হাতে নিয়েছেন। তারমধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে চাঁদপুরকে ক্লিন ও গ্রীন রাখতে ময়লা আবর্জনা ফেলার জন্য শহরের বিভিন্নস্থানে মিনি ডাস্টবিন স্থাপন করেছেন।

কিন্তু দেখা যায় জনসচেতনতার অভাবে শহর বাসি জেলা প্রশাসনের দেয়া ওই ডাস্টবিনে ময়লা আর্বজনা না ফেলে রাস্তার পাশে ময়লা আর্বজনা ফেলছেন। বিশেষ করে প্রায়ই লক্ষ্য করা যায়, শহরের স্টেডিয়াম গেইট ও আউটার স্টেডিয়াম গেট সংলগ্ন স্থনীয় বিভিন্ন বাসা বাড়ির লোকজন সড়কের পাশে ময়লা আর্বজনা ফেলছেন।

এছাড়া শহরের নতুন বাজার সিএসডি গোডাউনের সামনে ট্রাক রোড ও পুরান বাজার ব্রীজের নিচে পৌর ঈদ গাঁ সংলগ্ন স্ট্যান্টরোডে বিশাল জায়গা জুড়ে ময়লা আর্বজনা ফেলে রাখতে দেখা যায়। এছাড়াও শহরের বিভিন্নস্থানে মিনি ডাস্টবিন থাকা সত্বেও ডাস্টবিনে ময়লা আর্বজনা না ফেলে তার পাশেই রাস্তার ওপর ময়লা আবর্জনা ফেলছেন শহরবাসি।

খোলা জায়গায় রাস্তার ওপর এভাবে ময়লা আবর্জনা ফেলে রাখার কারনে একদিকে যেমন চাঁদপুর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে পরিবেশও দূষিত হচ্ছে। এসব ময়লা আবর্জনা খোলাস্থানে ফেলে রাখার কারনে তার দুর্গন্ধে নাকে হাত রেখে যাতায়াত করছেন স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ পথচারীরা।

চাঁদপুরের সার্বিক উন্নয়নে ক্লিন চাঁদপুর গ্রীন চাঁদপুর গড়ে তুলতে আমরাই যদি এগিয়ে না আসি বা সহযোগিতা না করি তাহলে চাঁদপুরের উন্নয়ন হবে কি করে , এমন অভিমত প্রকাশ করেন সুধী সমাজের অনেকে। তাই ক্লিন চাঁদপুর গ্রীন চাঁদপুর রক্ষায় জনসচেতনতার জন্য জেলা প্রশাসনকে নতুন কোন ভূমিকা কিংবা নতুন কোন প্রদক্ষেপ নেয়ার প্রয়োজন বলে মনে করছেন সুধী সমাজ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি, ২৯ আগস্ট ২০১৯