চাঁদপুরে নদীভাঙন দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিতরণ করা হয়েছে। চাঁদপুর পুরাণবাজার হরিসভা প্রাঙ্গণে লায়নস ক্লাব অব ঢাকা সুরভীর এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।
বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর টাইমস এর সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সার্বিক সহযোগিতায় ২ শতাধিক নদীভাঙন কবলিত দু:স্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা সুরভীর পিডিজি লায়ন নারগিস সুলতানা,ত্রাণ কমিটির চেয়ারম্যান লায়ন জি এম হায়দার আলী বাবলু, হেডকোয়াটার রিজিউন চেয়ারম্যান লায়ন মো.আনিসুর রহমান,লায়নস ক্লাব অব ঢাকা সুরভীর প্রেসিডেন্ট লাইন্স ডা.উম্মে তাজ লাভলি,রিজিউন চেয়ারম্যান লায়ন শহিদুল ইসলাম শাকিল,ত্রাণ কমিটির সাধারণ সম্পাদক লায়ন হুমায়ন কবির, রিজিয়ন চেয়ারম্যান নাজমা পারভিন, লায়ন সাবেরা, লায়ন ফৌজিয়া,শাহনুর, দিদার, সুব্রতসহ সুরভী ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
শরীফুল ইসলাম
২৪ আগস্ট ২০১৯
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur