গত ৩ আগস্ট শনিবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সিদ্ধান্ত মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে বর্তমান ইউনিয়ন কমিটির বৈধতা থাকবে না। আগামী ০৭ দিনের মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন কমিটি গণতান্ত্রিক ভাবে তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে গঠন করা হবে বলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোঃ ইউনুছ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো মজিবুর রহমান দুলাল স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : ২০ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur