সৌদিআরব মদিনাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে মদিনা আওয়ামী পরিবারের ( মদিনা বঙ্গবন্ধু পরিষদ, মদিনা আওয়ামী ফাউন্ডেশন, মদিনা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও মদিনা জেলা আওয়ামী যুবলীগ) যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ আগস্ট রোববার সৌদি আরব সময় রাত ১১ টায় মক্কা হোটেল (হাই আল হাসান, বাঙ্গালী মার্কেট) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মদিনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাদানীর সভাপতিত্বে ও মদিনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তালুকদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুছা আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ হোসেন , আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির উদ্দিন চৌধুরী, মদিনা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীর, মদিনা বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী পাটুয়ারী,মদিনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নিয়াজুর রহমান খাঁন নোমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শফিকুল ইসলাম সুমন,মোঃ সোহেল রানা, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বশির আহমেদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জমির উদ্দিন চৌধুরী ,
প্রচার সম্পাদক মোঃ আইয়ুব , উপ-প্রচার সম্পাদক মোঃ আরাফাত সানি , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শরীফ উদ্দিন চৌধুরী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কাইছার,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুন খাঁন , , মামুন চৌধুরী , সাধারণ সম্পাদক শাহীন খলিফা , সহ সভাপতি মোঃশাহদিন সেলিম , মোঃ মুজিবুর রহমান , মোঃ রাশেদ জিকরা , মোঃ মাসুক মিয়া , সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আজাদ , মোঃ আব্দুল গনি
, আবদুল মোতালেব ফকির , মোহাম্মদ হোসেন ছুট্টো, মোঃআকতার হোসনে , মোঃ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ হারুনর রশীদ তালুকদার।
সৌদি আরব মদিনা থেকে মোঃ মাহবুব আলম, ১৯ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur