ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ আগস্ট) চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৯ জন রোগী। এর মধ্যে পুরুষ ৬৫ জন, মহিলা ১৭ জন এবং শিশু রয়েছে ৭ জন।
গত ২৪ ঘন্টায় ২৩ জন রোগি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৩ জন ঢাকা থেকে জ্বর নিয়ে এসে চিকিৎসা নিচ্ছে এবং বাকি ১০ জন চাঁদপুরেই জ্বরে আক্রান্ত হয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. আনোয়ারুল আজিম জানান, গত জুলাই মাসের এক তারিখ থেকে এখনো পর্যন্ত মোট ৬শ’ ৭৪ জন রোগি চাঁদপুরের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছে।
এদের মধ্যে ১শ’ ৫২ জন চাঁদপুরে জ্বরে আক্রান্ত হয়েছে। বাকিরা ঢাকাসহ অন্যান্য জেলা থেকে জ্বর নিয়ে চাঁদপুরে চিকিৎসা সেবা নিয়েছে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম, ১৬ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur