চাঁদপুরে পানিতে পড়ে আব্দুল্লাহ নামে দুই বছরের শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের পূর্ব রঘুনাথপুর ১ নং ওয়ার্ড, ওয়ালার সিআইপি খালে পড়ে শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শিশুর খালা মাছুমা বেগম ও নানির রানী বেগম জানায়, দুপুরে হঠাৎ করে শিশু খালের পাড়ে ঘাটলায় গিয়ে পানিতে পড়ে যায়।
স্থানীয়রা পথচারীরা ভাসতে দেখে তাকে উদ্ধার করে খবর দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে এসআই মফিজুল জানায়,পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে তার এলাকার সবাই সাক্ষ্য দিয়েছে। তবে শিশুর দাদা যেহেতু অভিযোগ করেছেন তাই শিশুটিকে ময়না তদন্ত করা প্রয়োজন। তাহলে পরবর্তীতে কেউ কোনো মামলা ও হয়রানি করতে পারবে না।
প্রতিবেদক:শরীফুল ইসলাম;১৩ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur