বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে চাঁদপুরে এডিস মশা ও ডেঙ্গু ভাইরাস জনিত সচেতনতামূলক প্রচারণা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড, সরকারি কলেজের শেরে-বাংলা ছাত্রাবাসসহ বিভিন্ন এলাকায় এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংস ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
এ সময় বিভিন্ন জায়গায় জমে থাকা পানি, আগাছা, প্লাস্টিক জাতীয় আবর্জনা পরিষ্কার করা হয় এবং ফগার মেশিন দ্বারা মশা নিধন করা হয় এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা ছাত্রলীগ ইউনিট, সরকারি কলেজ শাখা ইউনিট, চাঁদপুর পৌর ছাত্রলীগ ইউনিট, চাঁদপুর শহর ছাত্রলীগ ইউনিটসহ ছাত্রলীগের অনন্য নেতাকর্মীরা।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু বলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগ সবসময় মানুষের সেবায় কাজ করে, চাঁদপুরকে ডেঙ্গু মুক্ত করতে ছাত্রলীগ পরিবার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাবে এবং সবাইকে নিজ নিজ দায়িত্বে বাড়ি এবং আশেপাশে জমে থাকা পানি, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, কিছু কুচক্রী মহল গুজব ছড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ঠেকাতে পায়তারা চালিয়ে যাচ্ছে, তাই কোন গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খোকা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা সৈয়দ ইফতেখার আহমেদ প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, ৮ আগস্ট ২০১৯