রোববার সকালে সদর উপজেলার চান্দ্রায় চাঁদপুর সড়কের খাসের বাড়ি সংলগ্ন এলাকায় মালবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু ঘটে। চাঁদপুর মডেল থানা পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে চাপাতা বোঝাই একটি ট্রাক (ঢাকা-ড-৪২৯৪) খুলনা যাওয়ার পথে চান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত ওই যুবককে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে এবং লাশ সুরহতালের জন্য থানায় নিয়ে আসে।
স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ১২:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur