অবশেষে পুলিশের হস্তক্ষেপে ঈদের আগে বেতন পেলো চাঁদুপরের ডব্লিউ রহমান জুটমিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ অগস্ট) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীসহ জেলা পুলিশের উপস্থিতিতে সমস্যা সমাধান করে ২৫০জন শ্রমিকে বিভিন্ন মেয়াদে বেতন পেয়েছেন।
তবে তারা খন্ডকালীন শ্রমিক হওয়ায় ঈদের বোনাস ছিল না। এজন্যে ঈদ বোনাস পায়নি।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর পুরাণবাজারে অবস্থিত ডব্লিউ রহমান জুট মিলের শ্রমিদের বেতন-বোনাস না দিয়ে মিল বন্ধ করে দেয় মালিক পক্ষ। এ নিয়ে চাঁদপুর টাইমসসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়।
বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির এর নজরে আসে। পরবর্তিতে তাঁর নির্দেশে ডব্লিউ রহমান জুট মিলের ম্যানেজার কে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু করতেই জুট মিলের মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার উদ্যোগ নেয়। এরপর ম্যানেজারকে পুলিশ পাহারায় ব্যাংকে নিয়ে যাওয়া হয় এবং বকেয়া বেতন ভাতা টাকা উত্তোলন করে তা পুলিশের উপস্থিতিতে বিতরণ করা হয় ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, যদি এ কাজটি পুলিশের ছিলো না। তবুও মানবিক কারণে এই শ্রমিকদের ঈদের আনন্দ যেন মাটি না হয় সেজন্য পুলিশ সুপারের নির্দেশে পুলিশ এই কাজটি করেছে পুলিশ। তাছাড়া বিষয়টি নিয়ে জেলা বিশেষ শাখার গোয়েন্দা রিপোর্টও ছিল আগে থেকেই।
প্রসঙ্গত, ২৭ জুলাই শনিবার সকালে ডব্লিউ রহমান জুট মিলস্ লিমিটেডের শ্রমিকদের বেতন, মুজরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করে শ্রমিকরা।
প্রতিবেদক- আশিক বিন রহিম, ৮ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur