Home / চাঁদপুর / চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ২শ ৪২ জন: ভর্তি ৩৫ জন
dengu-fever-in-chandpur-hospital
প্রতীকী ছবি

চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ২শ ৪২ জন: ভর্তি ৩৫ জন

চাঁদপুরে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২শ ৪২ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় আরো ভর্তি হয়েছে ৩৫ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুরের ৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জে ১ জন, মতলব উত্তরে ১ জন, মতলব দক্ষিণে ১ জন ও চাঁদপুর সদর উপজেলার ১ জন।

বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিল ৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫১ জন, মহিলা ২২ জন ও শিশু ১৪ জন। ২শ ৪২ জন রোগীর মধ্যে ১শ ১২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ৪৩ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যায়। এই ১শ ৫৫ জন রোগী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা নিতে ও ছাড়পত্র নিয়ে চলে গেছে। বাকি ৮৭ জন রোগী এখনও চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৪ ঘণ্টায় ঢাকা থেকে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন, চাঁদপুর সদরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭ জন ও লক্ষ্মীপুর জেলা থেকে এসে ভর্তি হয়েছে ৩ জন। ২শ ৪২ জন রোগীর মধ্যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছে ১শ ৭১ জন।

চাঁদপুর জেলায় আক্রান্ত হয়েছে ৬৮ জন ও লক্ষ্মীপুর জেলা থেকে আক্রান্ত হয়ে এসেছে ৩ জন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে চিকিৎসা নিতে রোগীর চাপ বেড়েই চলছে।

সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসরা প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ডগুলোতে রোগীর স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় পর্যন্ত বিছানা করে ও মশারি টানিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম জানান, গতকাল পর্যন্ত ২শ ৪২ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। আবার কেউ উন্নত চিকিৎসার জন্য তাাদেরকে দেশের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ মেডিসিন চিকিৎসকদের মাধ্যমে এসব রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

মাজহারুল ইসলাম অনিক
৮ আগস্ট ২০১৯

এজি