চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের ফলাফল কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী (ক্যামেরা প্রতিক) রাবেয়া বেগম।
অভিযোগের আলোকে দেখা যায়, গত ২৫ জুলাই অনুষ্ঠিত ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭,৮,ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ক্যামরা প্রতিক নিয়ে রাবেয়া বেগম নির্বাচনে অংশ গ্রহন করে।
এতে ৭নং ওয়ার্ডে ক্যামেরা প্রতিক ৪৪৬ ভোট পায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক ১৯৩ ভোট। ৯ নং ওয়ার্ডে ক্যামেরা প্রতিকে ৪৬০ ভোট পায়, নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতিক ২৬০ ভোট পায়। উক্ত দু’কেন্দ্রে ক্যামেরা প্রতীক পায় ৯৬০ এবং তার প্রতিদ্বন্দ্বী মাইক পায় ৪৫৩ ভোট।
ক্যামেরা প্রতিকের প্রার্থী রাবেয়া বেগম অভিযোগ করেন, ৮ নং ওয়ার্ডে ভোট গণনার সময় তারএজেন্ট বের করে দেওয়া হয় এবং ফলাফল শীটেও তার বা এজেন্টের কোন স্বাক্ষর নেওয়া হয়নি। কেন্দ্রে তর্ক- বিতর্কের এক পর্যায়ে পুলিশ ও বিজিবি ফাঁকা গুলি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ব্যালট বক্স উপজেলায় নিয়ে আসে। পরে জানতে পারেন ক্যামরার ভোট দেখিয়েছে ১৫০। প্রতিদ্ব›দ্ধী মাইক প্রতিকের ভোট দেখানো হয়েছে ৬৯৫।
পরে আমি গত ২৮ জুলাই জেলা রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কমিশনার, উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করেন, ৮ নং ওয়র্ডের কেন্দ্রটি মাইক প্রতিকের প্রার্থীর স্বামীর বাড়ি ও প্রার্থীর নিজের বাড়ি হওয়ায় অনৈতিক প্রভাব খাটিয়েছে।
এ অবস্থায় ফলাফল প্রত্যাখ্যান করেন এবং পুনরায় উক্ত ভোট গ্রহণের জোর দাবি জানান।
প্রতিবেদক-শিমূল হাছান, ৩ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur