চাঁদপুরে মোটর যানের ওপর অভিযান চালিয়ে গত এক মাসে ১৩ শ, ২৭ টি যানবাহনকে মামলা দিয়েছে ট্রাফিক বিভাগ চাঁদপুর। ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায়, মোটর সাইকেল, সিএনজি স্কুটার, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের মোটর চালিত যানবাহনকে এ মামলা দেয়া হয়।
জানাযায়, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এবং চালকদের সচেতনতার জন্য চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বিপি এম, পিপিএমের নির্দেশে গত মাসের ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত গত এক মাসে চাঁদপুরের ওয়্যারলেস, বাসস্ট্যান্ট, মিশন রোড, পালবাজার ব্রীজের অভিমুখসহ বিভিন্নস্থানে মোটর যানের ওপর অভিযান পরিচালনা করা হয়।
আর ওই অভিযানে ১৯৮৮ সালের মোটর যান আইনে প্রয়োজনীয় কাগজ পত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস বিহিন গাগি ও লাইসেন্স বিহিন চালকদের বিরুদ্ধে এসব মামলা দেয় চাঁদপুর ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ ছাড়াও জেলার বিভিন্ন থানা পুলিশের মাধ্যমেও অনেক যানবাহনকে একই ভাবে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
মামলাকৃত এসব যানবাহনের মধ্যে রয়েছে ২,শ ৯৩ টি মোটর সাইকেল। বাকিগুলো সিএনজি স্কুটার, পিকঅ্যাপ ভ্যানসহ অন্যান্য যানবাহন। গত এক মাসে মোটর যানের ওপর কড়া অভিযান চালিয়ে ১৩,শ ২৭ টি মামলা করে যেনো রের্কড করলো চাঁদপুর ট্রাফিক বিভাগ। এসব মামলায় নিজেদের যানবাহন ছাড়িয়ে নিতে প্রতিদিনই ট্রাফিকবিভাগ চাঁদপুরের কার্যালয়ে ভিড় করছেন গাড়ীর মালিক ও চালকরা।
চাঁদপুর ট্রাফিক পুলিশ বিভাগের টি আই ফয়সাল আহমেদ জানান, পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুরে সড়ক দুর্ঘটনা রোধকল্পে এবং চালকদের সচেতনতার জন্য আমরা গত একমাস ধরে বিভিন্ন মোটর যানের ওপর অভিযান পরিচালনা করেছি।
আর এসব অভিযানে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৩,শ ২৭ টি মামলা করা হয়েছে। যেভাবে ট্রাফিক কাজ করলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা যাবে, স্যারের নির্দেশে আমরা ট্রাফিক বিভাগ সেভাবেই কাজ করে চলেছি। সেজন্য প্রতিমাসে যানবাহন চালকদের নিয়ে আমরা সচেনতা মূলক সভা করে থাকি। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিবেদক- কবির হোসেন মিজি, ২ আগস্ট ২০১৯[/five_sixth]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur