চাঁদপুর সদরের সফরমালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয়ের মরহুম হারুন অর রশিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন প্রধানশিক্ষক মো.আবুল কাসেম। সহকারী শিক্ষক আবদুল গনি’র পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধানশিক্ষক মো.হাসান আলী খান, সাবেক অভিভাবক সদস্য মো.মিজানুর রহমান গাজি,সহকারী শিক্ষক মো.হাবিবুর রহমান, শ্রেণি শিক্ষক রাজিয়া সুলতানা,সহকারী শিক্ষক ফিরোজ মামুন ও অভিভাবক ডা.রতন সূত্রধর।
সভায় ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিকী পরীক্ষার ফলাফল কার্ড প্রদান কার হয় এবং আসন্ন জেএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ওপর গুরুত্বসহকারে পড়াশুনার উপদেশ প্রদানসহ বর্তমান শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও এর অপব্যবহার সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকার অনুরোধ জানানো হয় ।
সভায় ৮ম শ্রেণির সকল শিক্ষার্থী ও তাদের ৮০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur