চাঁদপুর নৌ-থানা পুলিশের আয়োজনে ছেলে ধরা গুজব প্রতিরোধে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টায় চাঁদপুর লঞ্চ ঘাট এলাকায় গনসচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু তাহের বলেন, একটি চক্র পদ্মা সেতুতে কল্লা কাটা লাগবে এধরনের গুজব ছড়িয়ে সারাদেশে একটি অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি করছে। এধরনের গুজব কোথাও দেখলে আপনার জাতীয় সেবা ৯৯৯ কল করে পুলিশকে জানাবেন, আমরা সাথে সাথে সেখানে উপস্থিত হবো। আপনারা নিজেরা আইন হাতে তুলে নিবেন না।
এসময় আরো উপস্থিত ছিলেন, নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিন, নৌ- বন্দর ট্রাফিক পরিদর্শক মো: মাহতাব উদ্দিন, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মো: বিপ্লব সরকার, এএসআই হাসান মাহমুদ, আব্দুল হালিম প্রমুখ।
সভা শেষে নৌ পুলিশের উদ্দ্যেগে একটি র্যালি বের করা হয়।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ৩০ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur