চাঁদপুর শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারের ওপর মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
চাঁদপুর স্টেডিয়ামের সামনে থেকে মিশন রোড পর্যন্ত বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারের ওপর মোবাইল কোর্ট পরিচালনা করে অর্ধ-লাখ টাকার মত জরিমানা আদায় করা হয়।
এ সময় বিভিন্ন টেস্টে সরকার কর্তৃক নির্ধারিত ফি’র চাইতে অতিরিক্তি ফি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা অনুযায়ী এ সব জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ও আবিদা সিফাত। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ ও জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, অতিরিক্তি ফি নেয়ার অপরাধে নিউ ডেলটা ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারকে ১০ হাজার, আল খিদমাহ মেডিকেলকে ১০ হাজার, মুন হাসপাতাল ৫ হাজার, পিয়ারলেস ডক্টস পয়েন্টকে ৫ হাজার,নাভানা হসপিটালকে ১০ হাজার টাকা জরিামানা করা হয়।
এ ছাড়া খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধে নিউ চাঁদ কনফেকশনারিকে ১ হাজার ও হোটেল রোজ বেলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শরীফুল ইসলাম
৩০ জুলাই ২০১৯
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur