চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের ২০১৯ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমিনের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ওই কলেজ গর্ভনিং বডির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাচার ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের অবকাঠামো প্রসারিত করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। তিনি আরো বলেন, যারা এই কলেজ প্রতিষ্ঠায় ভূমিকায় রেখেছেন আমি তাদের অভিভন্দন জানাই। শিক্ষার্থীদের বলেন,সুশিক্ষা মাধ্যমে জ্ঞান,বিজ্ঞান ও প্রযুক্তিগত বিদ্যা অর্জন করে দেশ সেবায় এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, সাবেক এমপি অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মহসিন কবির,অধ্যাপক আবু ইউসুফ সরকার পবণ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক প্রদীপ সরকার।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, ২৮ জুলাই ২০১৯