Home / উপজেলা সংবাদ / হাইমচর / ঈশানবালায় অ্যাড. তৌফিকে নেওয়াজের জন্যে বিশেষ দোয়া
ঈশানবালায় অ্যাড. তৌফিকে নেওয়াজের জন্যে বিশেষ দোয়া

ঈশানবালায় অ্যাড. তৌফিকে নেওয়াজের জন্যে বিশেষ দোয়া

চাঁদপুর-হাইমচর আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি’র স্বামী ব্যারিস্টার তৌফিকে নেওয়াজের আশু রোগমুক্তির জন্যে ঈশানবালায় শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা ও বাদ আছর দু‘ বার ঈশানবালা জামে মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে ।

সাবেক হাইমচরের আওয়ামী লীগ নেতা ও নীলকমলের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব নাসির সরদারের জেষ্ঠ্যপুত্র ইউনিয়ন যুব লীগের যুগ্ন-আহবায়ক সউদ আল নাসেরের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসী মো.হাবিবুর রহমান সরদারের সহযোগিতায় ঈশানবালা জামে মসজিদে এ বিশেষ দোয়া করা হয়েছে।

এ সময় ঈশানবালার সর্বস্তরের জনসাধারণসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ,যুব লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতাকর্মী,ঈশানবালা বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

নীলকমলের চেয়ারম্যান সালাউদ্দিন সরদার হজ্বব্রত পালনে বর্তমানে মক্কা নগরিতে অবস্থান করছেন ।

করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০১৯