তথ্য প্রযুক্তি ডেস্ক: জামায়াতে ইসলামীর প্রয়াত আমির গোলাম আযমের ছোট ছেলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক অঞ্জয় রায়।
রোববার রাত ৯টার দিকে তিনি জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। অঞ্জয় রায় দাবি করেছেন, আজমি তার এক ফেসবুক স্ট্যাটাসে তাকে হুমকি দিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য তাদের উভয়ের মাঝে গত কয়েকদিন যাবত ফেসবুকে পাল্টাপাল্টি স্টাটাস দিতে দেখা গেছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur