চাঁদপুর শহরের পুরাণবাজার মেঘনা নদীর ঘূর্ণন প্রবল স্রোতের কবলে পড়ে আহসান কাজী (৩২) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
জেলে নিখোঁজের ঘটনাটি ঘটে ২৪ জুলাই বিকেলে পুরাণবাজার দুধবাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জেলে নৌকা স্রোতের বিপরীত অতিক্রমকালে নৌকা থেকে আহসান কাজী নামে ওই জেলে নদীতে পড়ে যায়। সন্ধান পেতে স্বজনরা নদীতে মাইকিং করছে।
নিখোঁজ জেলে আহসান কাজী মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং বাজার এলাকার কালু কাজীর ছেলে। (চাঁদপুর কণ্ঠ)
বার্তা কক্ষ ২৬ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur