গত জুন মাস থেকে চলতি মাসে শিশুসহ সর্বমোট ৫১ জন ব্যাক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। তবে বেসরকারি হাসপাতালগুলোর পরিসংখ্যান ধরলে এর সংখ্যা দ্বিগুন হবে।
এদের মধ্যে গত ২৪ জুলাই সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মোঃ জাহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। নিহত জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড’স্থ বড় শাহতলী রুশদী বাড়ির বাসিন্দা এবং শাহতলী কামিল মাদরাসার সাবেক ছাত্র ছিলেন।
জানাযায়, গত কয়েক দিন ধরে মোঃ জাহিদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা উত্তরা’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ইন্তকাল করেন।
এদিকে খবর নিয়ে জানাযায়, চলতি মাসের ১ তারিখ হতে ২৫ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সর্বমোট ৪৩ জন পুরুষ রোগী ভর্তি হয়েছে। মহিলা ওয়ার্ডে সর্বমোট ৬ জন এবং শিশু ওয়ার্ডে দুই শিশুসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের ১ তারিখ থেকে সর্বমোট ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়াও গত মাসে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৪ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্র থেকে জানাযায়, জুন মাসের মাঝামাঝি থেকে চলতি মাসের ২৫ জুলাই পর্যন্ত চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সর্বমোট ৫১ জন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ইনচার্জ সবুজ হোসাইন জানায়, গত জুন মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি মাসে পুরুষ ওয়ার্ডে সর্বমোট ৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতালের ৪ র্থ তলার মহিলা ওয়ার্ডে একই রোগে আক্রান্ত হয়ে ৬ জন এবং শিশু ওয়ার্ডে দুই শিশু রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। অনেকে চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে বেশ, ক,জন রোগীকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে চাঁদপুরে হঠাৎ ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চলমান পরিস্থিতি সামাল দিতে চিকিৎসাসেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পুরুষ ওয়ার্ডে ৮ টি বেডের আলাদা ইউনিট করেছেন। যেখানে দেখা গেছে ওই ইউনিটে মশারি টানিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।
তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ আসিবুল আহসান চৌধুরী জানান, যেসব রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন, তাদের অধিকাংশ লোকই ঢাকা থেকে এই জ্বরে আক্রান্ত হয়ে এসেছেন। তিনি আরো জানান, যে এ ক্ষেত্রে সর্তক থাকার জন্য ঘুমানোর সময় অবশ্বই মশারি ব্যবহার করতে হবে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি, ২৫ জুলাই ২০১৯