হাইমচরে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরে মন্দির কমিটির আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি’র স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ এর রোগ মুক্তি কামনা করে বুধবার (২৪ জুলাই)সন্ধ্যায় আরতির সময় এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের সেবাইত সুব্রত চক্রবর্তী।
হাইমচর উপজেলার শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরে ডা.দীপু মনির স্বামীর রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শ্রী দীনেশ দেওয়ান, সাধারণ সম্পাদক অনিল মাঝি, ভক্তদের মধ্যে মিলন মাঝি, হরিপদ দাস,বিদান সরকার, হৃদয় চন্দ্র দত্ত,রিপন স্বর্ণকারসহ মন্দিরের ভক্তবৃন্দ।
মো.ইসমাইল হোসেন
২৪ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur