সাস্প্রতিক সময়ে দেশে গুজব ছড়ানো সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে মডেল থানা পুলিশের মুক্ত আলোচনা বুধবার (২৪ জুলাই) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। মডেল থানা পুলিশ প্রশাসনের আয়োজনে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন,‘গলাকাটার বিষয়টি ফেসবুকের মাধ্যমে একটু গ্রুপ ভুল ব্যাখা দিয়ে সমাজে ও দেশে অরাজকতার সৃর্ষ্টি করছে। এসব গুজবে তোমরা কান দিবে না। তোমাদের পরিবারকে বলবে এটা গুজব। সরকারের উন্নয়কে বাধাগ্রস্থ করতে এ গুজব ছড়ানো হচ্ছে। ছেলে ধরা বলতে কিছু নেই। তোমরা নিয়মিত স্কুলে আসবে এবং তোমাদের পরিবারকে বলবে যে গলাকাটার বিষয়টি নিছক গুজব।’
গুজবকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের এ গুজব সংবাদের কারনে কতগুলো তাজা প্রাণ ঝড়ে গেলো। কিন্তু তাদের কোন অপরাধ ছিলো না। আমরা সোস্যাল মিডিয়ায় নজর রাখছি। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আরো ব্যবস্থা গ্রহন করা হবে। তোমরা তোমাদের পরিবারেরর সদস্যদের বলবা সোস্যাল মিডিয়ায় কোনো ধরনের গুজব সংবাদ যাচাই না করে পোষ্ট দেয়া,কমেন্ট,শেয়ার করা থেকে যেনো বিরত থাকে।
আমাদের পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাব রয়েছে। তাই অপরাধ প্রবনতা দিন দিন বেড়ে চলছে। নিজেদের মানুষিকতাকে পরিবর্তন করতে হবে। তাহলে তুমি নিজে, তোমার পরিবার ও সমাজ ভাল থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফি বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ। এর আগে শহরের ইকরা মডেল একাডেমীতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়াটারের নির্দেশ ক্রমে এ বিষয়ে শহরে ৪০ টি শিক্ষা প্রতিস্ঠানে এ সভা অনুষ্ঠিত হবে বলে মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে।
সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur