বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজীকে কারন দর্শানোর নোটিশ দিয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৩ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু স্বাক্ষরিত পত্রে উল্লেখ, গত ৯ জুলাই উপজেলার ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী’র স্বাক্ষরিত পত্রে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটিতে রেজাউল করিম (রাজু)কে সভাপতি ও ফিরোজ আহম্মদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ১১বিশিষ্ট কমিটি ঘোষণা করে।
ঘোষনা পর পরই এ কমিটির বিরুদ্ধে পদ বঞ্চিত ছাত্রলীগের নেতারা প্রতিবাদ বিক্ষোভ করে। জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিষয়টি আমলে নিয়ে গঠনতন্ত্র বহিভূত হওয়ায় আগামি তিন দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।
কারন দর্শানোর বিষয়ে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বলেন, জেলা নেতৃবৃন্দ যে বিষয়ে জানতে চেয়েছেন তা আমরা ইতিমধ্যে প্রকৃত তথ্য সগ্রহে কাজ করছি। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সঠিক বাস্তবতা আসুক এটা আমিও চাই।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, ২৩ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur