চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
এবার বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আাপ নাসিরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা চ্যাম্পিয়ন বড়কুল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্স আাপ নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ।
স্পেশাল করেসপন্ডেন্ট, ২৩ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur